টনসিলের প্রদাহ
হাঁ করলে গলার ভেতরে ডান ও বাঁদিকে ছোট্ট বলের মতো যা দেখা যায় তার নামইটনসিল। শিশুদের এই টনসিল দুটো প্রায়ই যন্ত্রণা দিয়ে থাকে। শরীরেরোগ-জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থার অংশ হিসেবে কাজ করে এই টনসিল জোড়া।কিন্তু এই যোদ্ধা যখন নিজেই জীবাণুর শিকার হয় তখন বলা হয় টনসিলাইটিস বাটনসিলের প্রদাহ। টনসিলাইটিসের লক্ষণ বিভিন্ন রোগ-জীবাণু নাক-মুখ দিয়েদেহের ভেতর প্রবেশ করে প্রথম প্রতিরোধের সম্মুখীন হয় গলায়, টনসিলেরমাধ্যমে। তাই এরাই অনেক সময় জীবাণুর প্রথম আক্রমণের শিকার। আক্রান্ত হলেযেসব লক্ষণ দেখা দেয় তা...
Posted Under : Health Tips
Viewed#: 147
See details.

